শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত

আতাউর রহমান (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ ২০২৩) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. হাফিজা জেসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে দিনব্যপি বিভিন্ন কর্মসূচী পালন করেন। আলোচনা সভায় ২৫ মার্চ রাতে পাকিস্থানি বর্বর বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট নামে পৃথিবীর জঘন্যতম নারকীয় হত্যাকান্ডের বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com