গাজীপুরের কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ইস্কান্দর কিরণ মিয়া সোমবার রাতে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী………. রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৬ বছর। তিনি কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত সৈয়দ খোদেনেওয়া এর ছেলে। মৃত্যু কালে ১ স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য জ্ঞানী গুণীগ্রাহী রেখে যান। মঙ্গলবার রাষ্ট্রিয় মর্যাদায় বাদ আসর নামাজের জানাজা শেষে পারিবারিক কবস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম.আবু বকর চৌধুরী, পৌর মেয়র এস.এম রবিন হোসেন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেন।