গাজীপুরের কালিয়াকৈরের আড়াইগঞ্জ বাজারে ২৪ই মার্চ শুক্রবার বিকেলে উপজেলা ঢালজোড়া এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রড, লাঠি, দা দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। রোববার দুপুরে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও গাজীপুর কালিগঞ্জ বাজারের ছবি সমগ্র বিক্ষোভ করেছে এলাকাবাসী ও তার পরিবার। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়াজ উদ্দিন, তাইজুদ্দিন, অন্তরা বেগম, তাহমিনা আক্তার, আলেয়া বেগম, মিনি আক্তার, রজবালি, আজাহার মিয়া, সোহাগ হোসেন, সাব্বির মিয়া সহ এলাকার বিভিন্ন লোকজন। মানববন্ধন ও বিক্ষোভ বক্তাদের একটাই দাবি, মিজানকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়। উল্লেখ্য, ২৪ই মার্চ শুক্রবার বিকেলে উপজেলা ঢালজোড়া এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমানকে মাটি ভরাট কবরে বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এ সময় মিজানুর রহমান ঢালজোড়া বাজারে পৌঁছানো মাত্রই আব্দুল লতিফ, আলিম মিয়া, খোকন মিয়া, শরীফ হোসেন, জসীম উদ্দীন, ফরিদুল ইসলামসহ দেশীয় অস্ত্র রড, লাঠি, দা দিয়ে এলোপাথার ভাবে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ততক্ষণে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার ভোরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা একটি মামলা দায়ের করেন।