আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফেনী জেলা শাখার দীর্ঘদিনের নিষ্ক্রীয় কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নব-গঠিত কমিটিতে সাবেক জনপ্রতিনিধির পাশাপাশি সাবেক ছাত্রদল-যুবদল নেতাদের অগ্রাধিকার দেয়ায় তৃণমূল নেতাকর্মীরা উজ্জ্বীবিত হয়ে উঠেছে। যার কারণে নতুন কমিটির নেতৃত্বে ফেনীতে গতকয়েকদিনে কৃষকদলের বেশ সাংগঠনিক তৎপরতা লক্ষ্যনীয়। নতুন কমিটি ঘোষনার পর মহান স্বাধীনতার দিবসে ফেনী জেলা কৃষকদল দৃষ্টি নন্দন ক্যাপ-ব্যাচ লাগিয়ে শহরে আনন্দ র্যালী শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও কৃষকদলের বিভাগীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ফেনীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতেও সক্রিয় দেখা গেছে কৃষকদলকে। জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল গত ১৮মার্চ ফেনী জেলা কৃষকদলের ছয় সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন। অনুমোদিত নতুন আংশিক এই কমিটিতে আওয়ামী লীগের রোষানলে শিকার হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য ভিপি জয়নালসহ অস্ত্র মামলায় দীর্ঘদিন কারা নির্যাতিত নেতা ফেনী সদর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কাজিরবাগ ইউনিয়ন পরিষদ টানা দুইবারের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে সভাপতি ও সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯৯) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (২০০৩) ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক টানা দুইবারের চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান) সামছুদ্দিন খোকনকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বিগত পৌর নির্বাচনে ফেনী পৌরসভায় কাউন্সিলর প্রার্থী হয়ে মামলা-হামলায় নির্যাতিত যুবদল নেতা ফারুক উল্যাহ মজুমদার মুরাদকে। ছয় সদস্য বিশিষ্ট ফেনী জেলা কৃষকদলের ঘোষিত আংশিক কমিটির অন্য নেতারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মনির আহম্মদ বাচ্চু, সহ-সভাপতি আবুল হোসেন আবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক ফরহাদ। এদিকে নতুন এই কমিটি ঘোষনার পর নড়েচড়ে বসেছে ফেনী জেলাসহ বিভিন্ন উপজেলার কৃষকদল নেতাকর্মীরা। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কেটে রাজপথে সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তৃণমূল নেতারা। আবদুল হাই নামে যুবদলের এক সাবেক নেতা বলেন, এতোদিন ফেনীতে শুধু নামেই কৃষকদল ছিলো। এই অঙ্গ-সংগঠনের সক্রিয় নিজস্ব কোনো কর্মসূচি ফেনীতে পালন করতে দেখি নাই। তরুণদের অগ্রাধিকার দিয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদেরকে নিয়ে কৃষকদলের নতুন কমিটির গঠন হওয়ায় আশা করি আগামীতে তৃণমূল সক্রিয় হবে। নুরুল হক নামে কৃষকদলের এক নেতা বলেন, সরকারবিরোধী আন্দোলনের গতি ধরে রাখতে হাইকমান্ডের নির্দেশে ফেনীতে কৃষকদলের নব-গঠিত কমিটির নেতারা তৃণমূলকে চাঙ্গা করতে রোজার মাসেও নানা কর্মসূচি পালন করছেন। আশা করি আগামী দিনেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনে ফেনীতে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করবে কৃষকদল। নুরুল আফসার নামে ছাত্রদলের সাবেক এক নেতা বলেন, দেশের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে তাতে তরুণরাই রাজপথে সাহসী ভূমিকা পালন করেছিলেন। ফেনীতে দলের নিবেদিত, নির্যাতিত ও ত্যাগী তরুণদের অগ্রাধিকার দিয়ে কৃষকদলের কমিটি গঠিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। তাই ১০ দফা দাবি আদায়ে আগামী দিনে রাজপথে চূড়ান্ত আন্দোলনে কৃষকদল নেতাকর্মীদের চাঙ্গা রাখবে নতুন নেতৃত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফেনী জেলা শাখার নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, আমরা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দলের জন্য নিবেদিত ও ত্যাগীদের অগ্রাধিকার দিয়ে জেলার প্রতিটি ইউনিট কমিটি পূনঃগঠনের পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি সবার সহযোগিতায় সফল হবো ইনশাল্লাহ।