সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৭ এপ্রিল সোমবার ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছুদ্দিন খোকন চেয়ারম্যানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাবলু, সাইফুর রহমান রতন, আবুল খায়ের লিংকন, গোলাপ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা কৃষক দলের যুগ্ন সম্পাদক এডভোকেট রবিউল হক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক উল্ল্যাহ মজুমদার মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম পাটোয়ারী ইভু প্রমুখ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ উল্ল্যাহ শহীদ যুগ্ম আহবায়ক জেলা মৎস্যজীবি দল, দেলোয়ার হোসেন দোলন যুগ্ম সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল, আবদুল কাইয়ুম সোহাগ সহ সাধারণ সম্পাদক জেলা যুবদল,আমির হোসেন দুলাল সহ সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রানা, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খুরশিদ আলম শান্ত, সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ। অনুষ্টানে বক্তারা অবিলম্বে সারের মূল্য কমিয়ে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিতরণের জোর দাবি করেন এবং কৃষি পণ্যের দাম কমানোর দাবি জানান।