রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

লিটনের আশা, ঘুরে দাঁড়াবে কেকেআর

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

গুজরাট টাইটান্সের বিপক্ষে রিঙ্কু সিংয়ের সেই অতিমানবীয় ব্যাটিং, ৫ বলে টানা ৫ ছক্কায় জয়ের পর টানা দুই ম্যাচ হারলো কলকাতা নাইট রাইডার্স। রোববার ওয়েংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভেঙ্কটেশ আয়ারের অসাধারণ সে ুরি সত্ত্বেও ৫ উইকেটে হারতে হয়েছে কেকেআরকে। কলকাতার টানা দুই হারের পর হতাশ নন দলটির বাংলাদেশি ওপেনার লিটন দাস। নিজে এখনও খেলতে নামতে পারেননি কেকেআরের জার্সিতে। তবে লিটনের আশা, কলকাতা শিগগিরই ঘুরে দাঁড়াবে।
ঢাকায় আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে কলকাতায় গিয়ে নাইট রাইডার্সে যোগ দেন লিটন দাস। এরপর দুটি ম্যাচ খেলেছে কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাইয়ের কাছে টানা দুই ম্যাচে হেরেছে তারা। দুটি ম্যাচেই সাইডবেে বসে থাকতে হয়েছে লিটনকে। কেকেআরের হয়ে আদৌ খেলতে পারবেন কি না তিনি, তা নিশ্চিত নয়। তবে রোববার মুম্বাইর কাছে হারের পর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন লিটন। ক্যাপশনে তিনি লিখেন, ‘আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’
আগামী ২০ এপ্রিল, বৃহস্পতিবার, পরের ম্যাচে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কেকেআর। দিল্লির অবস্থা আরও খারাপ। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। ওই ম্যাচে হবেন কী লিটন-মোস্তাফিজ মুখোমুখি?




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com