পূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় একটি মৃত চিত্রল হরিণসহ ৫ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। আটক হরিণ শিকারীদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। আটককৃতরা হচ্ছে, শরণখোলা উপজলার সোনাতলা গ্রামের নুর ইসলাম মল্লিক(৫৫), ইউসুপ হাওলাদার(৫০), সুমন(১৯), মোঃ হোসাইন তালুকদার(২০) ও মামুন হাওলাদার(২৫)। বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখালা রেঞ্জের স্মার্ট পেট্রলিং টিমের বনরক্ষিরা নিয়মিত টহল দেওয়ার সময় শুক্রবার বিকেলে বনের দুধমূখি চাতরা নদীতে একটি ডিঙি নৌকা দেখতে পেয়ে সেটিকে থামাতে বলে এসময় নৌকা আরোহীরা চার পা বাধা একটি হরিণ নদীতে ফেলে দেয় ঘটনাটি দেখে বনরক্ষীরা নদী থেকে হরিণটি উদ্ধার করলেও হরিণটা মারা যায়। হরিণ শিকারের দায়ে বনরক্ষীরা ডিঙি নৌকাসহ ৫ জনকে আটক করে নিয়ে আসে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহবুব হোসেন বলেন,হরিণসহ আটক ৫ শিকারীর বিরুদ্ধে বনমামলা দিয়ে তাদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।