শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

বরিশালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রার্থমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করন সহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন সহ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ (এপ্রিল) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসক দপ্তর কার্যলয়ের সম্মুখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল জেলাশাখার অয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একর্মসূচি পালিত হয়। মাওলানা সালেক আকনের সভাপতিত্বে ও মুহাম্মদ শাহ্ জালাল হাওলাদারের সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাঃ বসির উল্লাহ আতহারী। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, মাওলানা মোঃ ফিরোজ হাওলাদার, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মাওলানা মোঃ মোসাদ্দেক বিল্লাহ (সাইফি), মাওলানা মোঃ বেল্লাল হোসেন, মাওলানা মোঃ কাওছার হোসেন, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা মোঃ হযরত আলী, মোঃ সাইদুর রহমান, মোঃ জহিরুল ইসলাম সোহাগ, মোঃ আল আমিন, মাওলানা মোঃ আব্দুল মালেক, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা মোঃ ইমাম হোসেন, মাওলানা মোঃ মিরাজুল ইসলাম, মাওলানা মোঃ কাওছার হোসেন, হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম, মাওলানা মোঃ এনামুল কবির, আয়শা সিদ্দিকা, শান্তা ইসলাম (শান্তা) ও ঝর্ণা বেগম প্রমুখ। এসময় বক্তারা বলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘ ৩৯ বছর মানবিক জীবন-যাপন করছে। অনেক শিক্ষক বেতন ভাতা প্রাপ্তির পূর্বে মৃত্যু বরন করেছে। ইতি মধ্যে অনেক প্রার্থমিক বিদ্যালয় জাতীয় করন করা হলেও আজ পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করন করা হয়নি। তাই অনুতিবিলম্ভে প্রার্থমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করন সহ ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোড় দাবী জানান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com