বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

ক্ষতিগ্রস্ত হচ্ছে কেশবপুরের ১৫০ বছরের বগার পশুরহাট তালার অভয়তলায় রাস্তার উপর অবৈধ পশুরহাট

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা মোড়ে মেইন রাস্তার উপর গড়ে উঠেছে অবৈধ পশুর হাট। যার ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে সরকারকে অর্ধ কোটি টাকা রাজস্ব প্রদান করে ক্রয়-কৃত বগা পশুর হাট। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বগা পশুর হাটের পক্ষ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের গুরুত্বপূর্ণ ১১ টি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর জেলার কেশবপুর উপজেলার ১৫০ বছর পূর্বে হার্ট পেরিফেরি ভুক্ত বগার পশুর হাটটি গড়ে উঠেছিল। উক্ত হাট থেকে সরকার প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে। এ বছর বাংলা ১৪৩০ সালের জন্য বগার পশুর হাট থেকে আয়কর ভ্যাট সহ সরকারের তহবিলে ৫২ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা জমা প্রদান করা হয়েছে। বগার পশুরহাট সপ্তাহে প্রতি রবিবার বৃহস্পতিবার পরিচালিত হয়। কিন্তু ১৫০ বছরের হার্ট পেরিফেরি ভুক্ত কেশবপুর উপজেলার বগা বাজারের পশুর হাট হতে ৩০০ গজের ভিতর সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সেনপুর মোড়ে মেইন রাস্তার উপরে বেআইনিভাবে ২০১৬- ২০১৭ সালে পশুরহাট স্থাপন করে। যে হাটটিও সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার পরিচালিত হয়। এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে ১০১৪৭/২০১৮ নম্বর রিট পিটিসন দাখিল করা হয়। মহামান্য হাইকোর্ট ০৫/১২/২০২১ তারিখে উভয় পক্ষের শুনানি শেষে অবৈধ সেনপুর পশুহাটটি বন্ধ করে দেওয়ার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসককে আদেশ প্রদান করেন। উক্ত আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরার জেলা প্রশাসক মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য ২২/০২/২০২২ তারিখে তালা উপজেলা নির্বাহী অফিসার কে পত্র প্রেরণ করেন। পত্রের প্রেক্ষিতে তালা উপজেলায় নির্বাহী অফিসার ২৮/০২/২০২২ তারিখে বাস্তবায়ন করেন। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সেনপুর পশুহাটটি বন্ধ ঘোষণা করেন। সেই অবধি কেশবপুর উপজেলার বগা পশুহাটটি প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার পরিচালিত হয়ে আসছে। কিন্তু অতীব দুঃখের বিষয় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধ সেনপুর পশুহাটের লোকজন কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের সঙ্গে যোগসাজসে সেনপুর হতে মাত্র ২ কিলোমিটার দূরে অভয়তলা নামক মোড়ে প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার পশুহাট বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অভয়তলা পশু হাটের সরকারের অনুমতি বা বৈধতা নাই। এ ব্যাপারে চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম অবশ্য পশু হাটের বৈধতা আছে বলে জানান। যার ফলে যশোর জেলার কেশবপুর উপজেলার ১৫০ বছরের বগা পশুহাটটির ইজারাদার মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ চলতি বছরের জন্য বগা পশুহাটটির ইজারাদার আয়কর ভ্যাট সহ সরকারের তহবিলে ৫২ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা জমা প্রদান করেছেন। যার ফলে সাতক্ষীরা জেলার তালা উপজেলার অভয়তলার অবৈধ পশুহাট টি বন্ধ করা অতীব জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলার তালা উপজেলার অভয়তলার অবৈধ পশুহাট টি বন্ধের জন্য ২৭ এপ্রিল কেশবপুরের বগা বাজার পশুহাটের পক্ষে নজরুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের ১১টি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com