সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২ ধাপের ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মোঃ মোবারক হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মনব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির। ২ মে ২০২৩ ইং মঙ্গলবার দুপুরে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী-ডেমরা রোড় সংলগ্ন বরাদ্দকৃত নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) লিয়াকত সালমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে শাহজাদপুরে ৮১টি ঘর বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দ পাওয়া এ ঘরের কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজ শেষ হলেই ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মোঃ মোবারক হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মনব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতি সভায় অংশ নেয়।