“দুনিয়ার রজদুর, এক হও, এক হও” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। সোমবার ১লা মে ২০২৩ শিবগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় র্যালীটি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এক পথসভায় মিলিত হয়। শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মসিদুল আলম। এসময় উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের মো: সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মাসুদুল হক এবং উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।