শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরে দোয়া মাহফিল

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপিথর রতœগর্ভা মা, আওয়ামী পরিবারের অতি আপনজন বরেণ্য শিক্ষাবিদ মরহুমা রহিমা ওয়াদুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মে সোমবার দুপুর ১২টায় শেরপুর জেলা শহরের নিউমার্কেট (২য় তলা) জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানুর রাজনৈতিক কার্যালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন একজন বরেণ্য শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার একজন অতি আপনজনকে হারিয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য তাপস কুমার সাহা, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, থানা যুবলীগ সভাপতি ও চরশেরপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল, সাবেক চেয়ারম্যান সুরুজ, পৌর কৃষক লীগের সভাপতি রুকুনুজ্জামান রঞ্জু, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, লছমনপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সেলিম মিঞাসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ। উল্লেখ্য, ৬ মে শনিবার দুপুর ১১টা ৫৬ মিনিটে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন রহিমা ওয়াদুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com