ময়মনসিংহ বিভাগের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিলস লিমিটেডে কৃষকদের নিয়ে খামার দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জিলবাংলা সুগার মিল এরিয়ার গাবতলি এলাকায় জিবাসুমির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানের সভাপতিত্বে এবং ডিজিএম (এক্সটেনশন) মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দপ্তরের প্রধান টি এস চলতি দায়িত্বে জেবুন নাহার ফেরদৌস। উপস্থিত ছিলেন, জি এম (কৃষি) আনোয়ার হোসেন, জি এম (অর্থ) জিয়াউল হক, জি এম (ফ্যাক্টরি) নুরুল আলম, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা, সাংবাদিক খাদেমুল ইসলাম, আখচাষি নেতা সাংবাদিক তারেক মাহমুদ, আখচাষি সমিতির দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আখচাষি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। খামার দিবসের অনুষ্ঠানে বক্তারা আখের মুল্য বৃদ্ধি, চাষির মোবাইল বিকাশে আখের মুল্য পরিশোধ, উন্নত জাতের আখের বীজ উদ্ভাবন সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে আখের আবাদ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় মিলের আখচাষি, বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সি ডিএ এবং সাবজোন প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, খামার দিবস যেন এক মিলন মেলায় পরিনত হয়।