শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

বরিশাল থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

বরিশাল থেকে দুরপাল্লারসহ অভ্যন্তরীন রুটের সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। শনিবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআিইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মোঃ কবির হোসেন। তিনি বলেন, সকাল থেকে বরিশালের অভ্যন্তরীন রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসাথে বরিশাল নদী বন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পীডবোটগুলোর চলাচলও বন্ধ রাখা হয়েছে। তবে এমনিতেও বরিশাল থেকে দিনের বেলা দুরপাল্লা অর্থাৎ বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল করে না। তবে এ লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ভাবে। তাই সকাল থেকে নদী-বন্দরে দুরপাল্লার ঢাকাগামী সহ বরিশালের বিভিন্ন অভ্যন্তরীন রুটের লঞ্চগুলো পল্টুনে বাদিং করে রাখা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, রাতে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সর্বোশে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে বরিশাল নদী বন্দর এলাকায় সিপিপি বরিশাল আঞ্চলিক অফিসের বিভিন্ন পদের সদস্যরা মতর্ক সংকেতমূলক পচার-প্রচারনা করে যাচ্ছে। অপরদিকে দূর্যোগ মোখা মোকাবেলার জন্য বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্নস্থানে ৩২ হাজার ৫২০ জন সিপিপি’র বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বরিশাল জেলায় রেড-ক্রিসন্ট বিভাগের ৩২০জন স্টাপের মধ্যে ২৫০ জন মাঠে দায়ীত্ব পালন করার কাজে নিয়োজিত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com