নারী ও শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে সহিংসতার শিকার ব্যক্তির ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষে ১১ মে সরকারি, বেসরকারি প্রতিনিধিদের সাথে জামালপুরে দিনব্যাপী এক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাকির হোসেন। ইউএনএফপিএ এর অর্থায়নে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পজিটিভ চেঞ্জ ইন জেন্ডার নর্মস এন্ড হার্মফুল বিহ্যাবিয়ার ফর ইনক্লুসিভ এন্ড রেজিলেন্ট কমিউনিটস’ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে মুখ্য আলোচক ছিলেন ইউএনএফপিএ এর প্রতিনিধি মো. রোকনুজ্জামান। উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারী ইভা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত উপপরিচালক জুলেখা খানম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, ইউএনএফপিএ এর মাঠ কর্মকর্তা আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসূচি ব্যবস্থাপক অপূর্ব চক্রবর্ত্তী। সভাসূত্র জানায়, যারা সহিংসতার শিকার হয় তারা যেনো সহজেই সুরক্ষা, স্বাস্থ্যসেবা, লিগ্যাল এইডসেবাসহ অন্যান্য সুবিধাগুলো পায় সে ক্ষেত্রে রেফারেল সিস্টেমটা আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের ফোকাল পয়েন্টদের নিয়ে কমপক্ষে ত্রৈমাসিক সভার আয়োজন এবং তাদের জিবিভি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ারও আহ্বান জানানো হয়।