নেত্রকোনার দুর্গাপুরে উকিলপাড়া ঘনবসতি আবাসিক এলাকায় অ-পরিকল্পিত ভাবে ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে আব্দুল কাদির নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ির বিরুদ্ধে। রোববার ওই এলাকায় বসবাসরতদের স্বাক্ষরিত পৌর মেয়র ও স্থানীয় সাংবাদিকদের বরাবরে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার আবাসিক হোটেল ব্যবসায়ি মো. আব্দুল কাদির, বিধি বহির্ভুত পাইলিং, সয়েল টেস্ট এমনকি পৌর অনুমতি না নিয়েই আবাসিক এলাকায় বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছেন আবাসিক হোটেল ব্যবসা করার জন্য। যে জায়গাতে ভবনের কাজ শুরু করেছেন, তা একসময় পুকুর থাকায় ওখানে বহুতল ভবন নির্মানের পুর্বে অবশ্যই মাটির ধারণক্ষমতা পরীক্ষা না করে ভবন নির্মান সম্পর্নই ঝুকিপুর্ন। ওই ভুমিতে বহুতল ভবন নির্মান করা হলে, যে কোন মুহুর্তে ভবন ভেঙ্গে জান-মালের ক্ষতি হতে পারে বলে আতঙ্কিত রয়েছে এলাকাবাসী, এরই প্রেক্ষিতে ভবন নির্মানের কাজ বন্ধ করে পরিকল্পিত ভাবে ভবন নির্মানের নিমিত্তে ওই কাজ বন্ধ করে দেন পৌরসভা কর্তৃপক্ষ। এ নিয়ে পৌরকর্তৃপক্ষ বলেন, পৌরশহরের মধ্যে অ-পরিকল্পিত ভাবে ভবন নির্মানের কোন সুযোগ নেই। উকিলপাড়া এলাকায় আব্দুল কাদির অনুমোতি বিহীন ভবন নির্মান করছেন, এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে নির্মানাধীন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।