আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহহ ওরেফে খোকন সেরনিয়াবাত। রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় তার পক্ষে রির্টানিং কর্মকতা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়ন ফরম জমা দেন প্রধান পরিচালানা কমিটির সদস্যরা। এসময় যারা উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট কেএস আহমেদ কবির, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুক হক খান মামুন, ওয়াকার্স পার্টির জেলা শাখার সাধারন সম্পাদক ও সাবেক সংসদ অ্যাডভোকেট শেখ টিপু সুলতান। মনোনয়ন ফরম জমা শেষে খোকন সেরনিয়াবাতের প্রধান নির্বাচন এজেন্ট আফজালুল করিম বলেন, আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী একজন সৎ ও ভালো মানুষ। বরিশাল নগরীতে আনেকগুলো সমস্যা রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো হোল্ডিং ট্যাক্স। তিনি নির্বাচিত হলে বাসাবড়ীর মালিকদের ঘারে করের খড়গ কমানো। পশাপশি নগরবাসীকে যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়া সহ আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত একটি নতুন বরিশাল গরবাশিকে উপহার দেবে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রির্টানিং অফিসার ও খুলনার অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে তার প্রতিনিধিরা ফরম জমা দিয়েছেন। এছাড়া আলী হোসেন নাম সত্বন্ত্র প্রার্থী আলী হোসেন নামে আরো একজনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি জানান, মেয়র পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র উঠিয়ে নিয়েছেন। এছাড়া কাউন্সিলর সাধারণ পদে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা ধারণা করছি, যারা নির্বাচন করবেন তাদের মধ্যে বেশিরভাগই মনোনয়নপত্র উঠিয়েছেন। তিনি আরও বলেন, আমরা আশা করছি ভোটার, প্রার্থী, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ আমরা যারা নির্বাচনের দায়িত্বে আছি কমিশনের পক্ষ থেকে সবার সহযোগিতায় বরিশাবাসীকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। ৯ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাকেরপার্টির মনোনীত প্রার্থী আলহাজ মো. মিজানুর রহমান বাচ্চু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরকে সৈয়দ ইসাহাক, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, আলী হাওলাদার, লুৎফর কবির এবং মো. আসাদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ মে। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত।