বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

কাশিয়ানীতে পাউবোর কৃষক মাঠ দিবস

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) উপজেলার চাপ্তা আখ বিক্রয় কেন্দ্রে মাঠে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য়পর্যায়)’র আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপ্তা পানি ব্যবস্থা দলের সভাপতি মোঃ মতিউর রহমান মিনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজি এজাজুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জীবন ঘোষ, উপ পরিচালক মানবাধিকার খুলনা নবাব আলী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ এইচ মোঃ ইকবাল হাবিব, সিনিয়র ফ্যাসিলেটর এ এইচ মোঃ ইকবাল হাবীব, অপূর্ব ও তীর্থ সরকার প্রমুখ। পরে কৃষক-কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্রি-ধান ৯৬ বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল জাত। এ ধানের চাল ভারত ও পাকিস্তানের বাসমতি চালের মত চিকন ও সুগন্ধযুক্ত। চাল রান্না করলে ভাত ঝরঝরে হয়। হেক্টর প্রতি ৬-৬.৫ টন উৎপাদিত হয়। ব্রি-ধান ২৮ এর মতো ২৯ এর বিকল্প হিসেবে এ ধানের চাষাবাদ করা যেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com