বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি তার চলচ্চিত্র ‘সীতা রামাম’ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন অভিনেত্রী। হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের চলচ্চিত্র। এবার প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে যাচ্ছেন ম্রুনাল। জানা গেছে, ম্রুনাল ঠাকুর এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে নিজের গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে সারা বিশ্বের দর্শক এবং ভক্তদের মুগ্ধ করবেন। ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত চলমান এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেয়ার জন্য প্রস্তুত তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সাথে কথা বলার সময় কান ফেস্টিভ্যালে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।
তার ক্যারিয়ারে এই বড় অর্জনটি সম্পর্কে বেশ রোমাি ত ম্রুনাল। তিনি বলেন, আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছি। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সাথে আলাপচারিতা করার নতুন সুযোগগুলো অন্বেষণ করার এবং প্রদর্শনের জন্য উন্মুখ। বিশ্বের দরবারে আমি জানাতে চাই যে ভারতীয় সিনেমা অনেক প্রতিভার জোগান দিতে পারে। ম্রুনাল ঠাকুর ছাড়াও এ বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে এষা গুপ্তা, আনুশকা শর্মা, সারা আলি খান, মানুসী চিল্লারসহ একাধিক ভারতীয় অভিনেত্রী প্রথমবারের মতো কান উৎসবে যোগ দিতে যাচ্ছেন। ম্রুনালকে সর্বশেষ দেখা গেছে আদিত্য রায় কাপুরের সাথে গুমরাহ চলচ্চিত্রে। অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে অঙ্গদ বেদীর বিপরীতে লাস্ট স্টোরিজ ২-এ। এছাড়াও দক্ষিণের বিগ বাজেটের চলচ্চিত্রও হাতে রয়েছে ম্রুনালের।