জামালপুর জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জামালপুর পৌরসভায় অবস্থানকারী ১৭ জন আক্রান্ত ব্যক্তির মাঝে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। প্রত্যেক রোগীকে ৫০হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও শ্রাবস্তী রায়। জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুরের উপপরিচালক রাজু আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া। জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদেরকে আর্থিক অনুদান দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সহায়তা গ্রহণকারীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করে তাদের অনুভূতি ব্যক্ত করেন। জানা যায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবছরই এধরণের দূরারোগ্য ব্যাক্তিদের মাঝে চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়।