বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

সংসদ বাতিল করে নির্বাচন দিন:ব্যারিস্টার শাহজাহান ওমর

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী জ্ঞান দান করেছে কি জ্ঞান দিয়ে বলেছে ঝাটকা দিয়ে মানুষ মার আমরা সেই জ্ঞানে জ্ঞানেনিত হয়ে ২৩ সালে আমরা এই দাবী পুরন করব। গত নির্বাচনে এই চরমোনাই ইসলামী আন্দোলন,ইনু-মিনু চাদাবাজের দলটি নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেয়। এবার আর হবে না। এবার যারা যাবেন হাত-পায়ে লোহার রড বেধে যাবেন। শেখ হাসিনা প্রথমে বাংলাদেশ থেকে ম্যাচেজ পেয়ে চলে যায় আমেরিকা, জাপান, ব্রিটিস থেকে খালী হাতে ফিরে এসে এখন বিদেশিদের সেকশন দেয়। আওয়ামী লীগ সরকার গত নির্বাচনে সরকারী কর্মকর্তাদের দিয়ে বাক্স নিয়ে ভোট গুনে পরের দিন।আপনার জনগণের প্রতি এতই আস্তা থাকে তাহলে প্রদত্যাগ করে ও সংসদ বাতিল করে নিজের গ্রহন যোগ্যতা যাচাই করে দেখেন। এবার আমাদের ফাইনাল খেলা। আন্দোলন-সংগ্রাম করে সরকার পরিবর্তন হয় না। যার শক্তি আছে তিনিই শেখ হাসিনার পতন ঘটাতে পারবে। একবার পাকিস্তানের ইমরান খানের দিকে তাকান। আমরা কি পারছি কিছুই করতে পারি নাই। কই আমরা কিছুই করতে পারি নাই। যদি হেডাম থাকে তাহলে ম্যাডাম জিয়াকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা ম্যাডামকে বলেছি রাগ কষ্ট ও দঃখ করবেন তৃতিয় বিশ্বে হয় জেলাখানা না হয় বাহিরে খাকতে হয়। তিনি আরো বলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি জ্যাতিবসুর শশুর বাড়ি নড়াইলে তাকে কাকু কাকু বলে ১৪ সালে নির্বাচন করেছে। এখনতো ওনিতো মারা গেছে এখন মোদিকেতো কাকু বলা যাবে না। এখানে সিটি নির্বাচনে জিতবে আব্দুর রব সেরনিয়াবাত এখানে আমাদের উৎফুল্লাহর কিছু নাই। আমাদের সাফ কথা যে নির্বাচনে যাবেন না। যিনি যাবেন তিনি বিএনপি করে না। সামান্য লোভ-লালসায় না পড়ে আগামী আন্দোলন ও নির্বাচনের সকল কাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। শনিবার (২০ইমে) সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলৈীয় কার্যলয়ে সম্মুখে দেশন্ত্রেী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ উচ্চ আদালতের নির্দেশনা অধিনাস্থ আদালত এবং সরকারের আজ্ঞাবহ গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার ও পুলিশি হয়রানি,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বিদ্যুতের লোডশেডিং,আওয়ামী সরকারের সর্বগ্রাসী,দূর্নীতি’র প্রতিবাদ এবং ১০ দফা দাবী বাস্তবায়নে বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ সহ বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন। মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল ববির জাহিদ,বরিশাল জেলা দক্ষিণ সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন ও বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চলনায় জন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার,কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেল আহবায়ক সাবেক সংসদ জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, বিলকিস জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান,উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,কেন্দ্রীয় যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। এর পূর্বে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও বরিশাল উত্তর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড সহকারে মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়। এসময় শহরের প্রাণকেন্দ্র সদররোডের দু,প্রান্ত অচল হয়ে পড়লে পুলিশ প্রশাসন ধয্যসহকারে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে তাদের হিমসিম খেতে হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com