সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম বলেছেন, এই উপজেলায়কোন সন্ত্রাসী নাশকতাকারীদের মাথা তুলে দাঁড়াাতে দেওয়া হবে না। একসময়তারা আগুন-সন্ত্রাস করে এই উপজেলার বিভিন্ন মানুষের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তাদের হাত থেকে গবাদি পশু পর্যন্ত রক্ষা পায়নি। হরতাল অবরোধের নামে রাস্তাঘাট অচল করে দিয়েছিল। প্রতিদিন গুম-খুন জবরদখল করতো। মানুষ চরম নিরাপত্তাহীনতায়বসবাস করতো। আমি এমপি নির্বাচিত হয়ে তাদের শক্ত হাতে দমন করেছি। এখন এই উপজেলায়উন্নয়ন শান্তির সুবাতাস বইছে। গতকাল বিকেলে উল্লাপাড়া উপজেলার বাবলা পাড়া মাদ্রাসা মাঠে স্থানীয়আওয়ামী লীগ আয়োজিত চা-চক্র ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এ উপজেলা থেকে সন্ত্রাসী নাশকতাকারীদের বিদায়করে উন্নয়নের বীজ বপন করেছি। এখানে এখন আর গুম খুন হয়না। উপজেলার প্রতিটি এলাকায়পরিকল্পিত উন্নয়ন করায় মানুষের জীবনযাত্রায়পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিলাঞ্চল থেকে মানুষ যে কোন সময়শহরে মালামাল নিয়ে আসা-যাওয়া করতে পারছে। তারা অর্থনৈতিকভাবে এখন সফলতা সচ্ছলতা অর্জন করেছে। এই শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো তিনি নৌকায়ভোট দেয়ার আহ্বান জানান। দুর্গানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রহম আলীর সভাপতিত্বে চা চক্র ও উঠোন বৈঠকে আরো বক্তব্য রাখেন, উল্লাপাডা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না প্রমুখ। বৈঠকে উপজেলা, স্থানীয়আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।