বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার অঙ্গীকার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

গাসিক নির্বাচন : আজমত উল্লা খানের ২৮ দফা ইশতেহার ঘোষণা

নগর প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সিটি মাস্টারপ্ল্যান এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে গাজীপুর সিটি করপোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি সুষম নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো: আজমত উল্লা খান। গত শনিবার (২১ মে) সকালে নগরীর রাজবাড়ি রোডস্থ প্রকৌশল ভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

লিখিত ইশতেহারে আজমত উল্লা খান বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি সেবামূলক খাতগুলোকে আরো শক্তিশালী করে সেবার মানকে সুনিশ্চিত করতে এক বছর, দুই বছর ও পাঁচ বছর মেয়াদী তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে পরামর্শক কমিটি/নগর উন্নয়ন সমন্বয় কমিটি গঠন, সেবার মান বৃদ্ধিকরণ, সহনশীল হোল্ডিং কর নির্ধারণ, অধিগ্রহণকৃত ভূমির জন্য ক্ষতিপূরণ প্রদান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়নে নানা প্রদক্ষেণ গ্রহণ, শ্রমিক-কর্মচারী ও বস্তিবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, শিল্প মালিক ও ব্যবসায়ী সমাজের ভোগান্তি কমাতে জিসিসির আঞ্চলিক কার্যালয়গুলোতে হেল্পডেস্ক স্থাপন করা, ওয়ার্ড সেন্টার ও ডিজিটাল কমান্ড সেন্টার নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, সাংস্কৃতিক কর্মকা- প্রসার, ক্রীড়া উন্নয়ন ও সংবাদকর্মীদের সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ, বয়স্ক, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান, পার্ক ও উদ্যান নির্মাণ ও উন্নয়ন, ঈদগাহ, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, জলাশয় দখলমুক্তকরণ, নদী ও পরিবেশ রক্ষা, মশক নিধন, জিসিসির কাঁচা বাজার ও মার্কেট আধুনিকীকরণ ও হকারদের পুর্নবাসনের ব্যবস্থা, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর প্রদক্ষেপ গ্রহণ, গাজীপুরের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, মাদকমুক্ত নগর গড়ে তোলা, নতুন আয়ের উৎস সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’
ইশতেহার ঘোষণা শেষে আজমত উল্লা খান বলেন, ‘আমি সকল প্রকার ব্যক্তিক হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণ মানসিকতা থেকে মুক্ত থাকবো এবং জনগণের মধ্যে সহনশীলতা, সম্প্রীতি ও পরমতের প্রতি সম্মানজনক মানসিকতা সৃষ্টির মধ্য দিয়ে সকলের সহযোগিতায় গাজীপুর সিটি করপোরেশনকে একটি উন্নত নগরী হিসেবে গড়ে তুলবো।’ এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আতাউল্লাহ মন্ডল, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্ধিন, অ্যাডভোকেট মো: ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুল হাদী শামীম, আফজাল হোসেন সরকার রিপন, মজিবুর রহমান, কাজী ইলিয়াস আহমেদ, মো: ওসমান আলী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com