শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল

লামা (বান্দরবান) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বান্দরবানের লামায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় ও হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৩ মে) সকাল ১০টায় লামা পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল বিক্ষোভ মিছিলটি লামা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিক এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদিপ কান্তি দাশ প্রমূখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় লামা উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন,আওয়ামী লীগ অনেক শক্তিশালী। আমাদের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হত্যার হুমকি দিয়েছে। আমরা ওনার কর্মী। আমরা উপজেলা-পৌর ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঘরে বসে থাকবো না। সকল অপশক্তিকে প্রতিহত করবো। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের কঠোর শাস্তির দাবী করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com