রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

বিসিসি নির্বাচনে নিরব ভোট বিপ্লব হবে-ইঞ্জিনিয়ার তাপস

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি মনোনিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইবাল হোসেন তাপস ও সহধর্মীনি ইসমত আরা ইকবাল সমানতালে পাল্লা দিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন কলোনীর সাধারন মানুষের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা জানিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানান। এসময় ভোটারদের সরাসরি ভোট কেন্দ্রে পাঠাতে পারলে নিরব ভোটবিপ্লব হবে। এবার কেউ ভুল করবে না। সবাইকে ভোট কেন্দ্রে আসার জন্য নগরবাসীকে আহবান জানান। নির্বাচনকে কেন্দ্র প্রকৃর্তি আবহাওয়া ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে সারাদিন সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাধারন ভোটাররা এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাই আর সেই ভোটের পরিবেশ নির্বাচন কমিশনার ও সরকারকে নিশ্চিত করতে হবে। বরিশাল সিটিতে কয়েকদিন নগরবাসী দেখছে দখলের রাজত্ব, মাছবাজার দখল, লঞ্চঘাট, স্পীডবোর্ডঘাট দখল,বাসটার্মিনাল দখল।পাশাপাশি হুন্ডা আর গুন্ডার মহড়া চলছে।এসব এখনই থামাতে হবে। আমরা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ চাই। অন্যদিকে জাপা মেয়র প্রার্থী তাপসের বাসভবনে নারীনেত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়, নগরীর মুন্সিগেরেজ এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, করেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এম এ জলিল, আকতার হোসেন সপ্রু, এস এম রহমান পারভেজ, নজরুল ইসলাম হেমায়েত, অধ্যাপক গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, নজমুল হোসেন লিওন, মহানগর ছাত্র সমাজের আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ।
॥বিসিসি সাধারণ ভোটার ইভিএম বুঝেনা— ইসমত আরা ইকবাল ॥
অপরদিকে মেয়র প্রার্থী স্বামির জন্য সহধর্মির্নী ইসমত আরা ইকবাল তিনিও ঘরে বসে নেই মেয়র প্রার্থী স্বামীর সাথে সাথে সমানতালে স্বামীর জন্য নগরীর নগরীর বিভিন্ন ওয়ার্ডের সাধারন ভোটার মহিলাদের দারপ্রান্তে হাজির হয়ে শুভেচ্ছা মতবিনিময় করছেন। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী তাপসের সহধর্মিনী ইসমত আরা ইকবাল বলেন, আমরা যখন বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সাথে কথা বলি তখন তারা বলেন, আমরা ইভিএম ব্যবহার করতে পারিনা। এক জায়গায় ভোট দিবো অন্য জায়গায় ভোট চলে যাবে।কিছুই বুঝবো না।তারা ব্যালটের মাধ্যমে ভোট দিতে চায়। আমাদের নারী সমাজের ভোটারদেরও একই কথা।এবার ভোটাররা ভোট দিতে পারলে আমাদের লাঙ্গল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের বিজয় দেখবো। পরে বরিশাল নগরীর দলীয় নেতৃবৃন্দদের নিয়ে রসুলপুর, কলাপট্টি, পেয়াজপট্টি, ফলপট্টির বিভিন্ন স্থানে কুশল বিনিময়ের পর গণ্যমাধ্যমে এ সব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নারীনেত্রী শিমু, ডালিয়া, হাফিজা আক্তার রিমি, মাকসুদা ইয়াসমিন, মরিয়ম আক্তার, সঙ্গীতা দাসসহ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ আলম, ফারুক হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com