বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

তিতাসের বীর মুক্তিযোদ্ধার সন্তান আ’লীগ নেতা সোহেলের মুক্তির দাবিতে মানববন্ধন

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

কুমিল্লার তিতাসের বীর মুক্তিযোদ্ধার সন্তান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। ২৯মে সোমবার সকাল ৯টার দিকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে। এতে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল শিকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন নিজাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান সাদির মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন মিয়া, ঢাকা লাল বাগ থানা ছাত্র লীগের সাবেক সভাপতি নুরে আলম জিকু ও রমনা থানা ছাত্রলীগ নেতা মো. দিপু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাগণ। মানববন্ধনে বক্তারা বলেন, তিতাসের যুবলীগ নেতা জামাল হত্যায় রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ওই মামলায় বর্তমানে সোহেল শিকদার কারাগারে আছেন এবং এজাহার নামীয়সহ আরো ৯জন কারাগারে রয়েছে। সবাই বিজ্ঞ আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে কেউ সোহেল শিকদারের জড়িতের বিষয়টি নিশ্চিত করেনি বলে মানব বন্ধনে বক্তারা বলেন। তাই উক্ত মামলা থেকে সোহেল শিকদারকে অব্যহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেনকে স্থানীয় আধিপত্যের জেরে বোরখা পরে ৩সন্ত্রাসী গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সোহেল শিকদারকে ৪নাম্বার আসামী করে ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মামলা রুজু করে। ওই মামলায় সোহেল শিকদারসহ ১০জন বর্তমানে কারাগারে রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com