সিরাজগঞ্জ শহরে নকশা বহির্ভূত ভাবে ইমারত নির্মানের অভিযোগ তুলেছেন থানা রোডের সনি আবাসিক এলাকার বাসিন্দা মো: আতিকুল ইসলাম। তিনি লিখিত অভিযোগে বলেন, তার পার্শ্ববর্তি জায়গার মালিক ডা: জাকারিয়া পৌর প্লান মতে বাড়ি নির্মানের কাজ শুরু করলেও অবৈধ্য ভাবে বিল্ডিং এর বেইজ-কলামের কিছু অংশ তাদের সীমানার মধ্যে নিয়ে এসেছে। এব্যাপারে তিনি পৌর কর্তৃ পক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের কোরেছেন। এব্যাপারে টাউন প্লানার বলেন ডা: জাকারিয়া বিধি মোতাবেক বিল্ডিং কোড মেনেই কাজ করছেন। আমরা অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা খুজে পাইনি।পার্শ্ববর্তি জায়গার মালিক ডা: জাকারিয়ার পিতা আব্দুর রহমান বলেন, যারা মিথ্যা অভিযোগ করেছে তারা সরকারি আমিন নিয়ে এসে জায়গা মাপুক। যদি আমার ছেলের বিল্ডিং এর কোনো অংশ তাদের জায়গায় যেয়ে থাকে তবে আমরা সেই অংশ টুকু ভেঙ্গে ফেলবো। অহেতুক বিবাদ করার জন্য আতিকুল মিথ্যা অভিযোগ দিয়েছে।