বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

বিএনপি এককভাবে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় না: বুলু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

বিএনপি এককভাবে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় না, উল্লেখ করে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এ দেশে যারা সব সময় রাজপথে আন্দোলন-সংগ্রাম করছেন, থাকছেন এবং যারা গণতান্ত্রিক ও দেশপ্রেমিক তাদের নিয়েই সরকার গঠন করা হবে। গতকাল শনিবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সারা দেশে বিদ্যুতের লোডশেডিং বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।
বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ হিংসার বশবর্তী হয়ে একের পর এক বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তারা ৪০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এই মামলা দিয়ে প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকবেন, সেটা হবে না। ২০২৩ সালের মধ্যে দেশের মানুষ এই সরকারকে বিতাড়িত করে একটি নিরপেক্ষ সরকার গঠন করবে এবং তাদের নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ফিরিয়ে আনবে।
দেশে এখন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নেই, অভিযোগ করে বরকত উল্লাহ বুলু বলেন, দেশে একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে। মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের সব দেশের নেতাদের সমালোচনা করা যায়, ব্যঙ্গ কার্টুন করা যায়। কিন্তু শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে, তাহলে তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হয়ে যায়। এত ক্ষমতাবান তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের মানুষের বিরুদ্ধে নয়, উল্লেখ করে তিনি বলেন, যারা অতীতে ভোট চুরি করেছে, ভোট চুরিতে সহায়তা করেছে, কেন্দ্র দখল করেছে, মানুষের অধিকার হরণ করেছে, মত প্রকাশের অধিকার হরণ করেছে, মানুষকে গুম-খুন করেছে, এ নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধে। তাদের এরকম কর্মকা- চলতে থাকলে আগামী দিনেও নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, আজকে যারা রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে, ১৪ লাখ কোটি টাকা লুট করে বেগমপাড়া করেছে; যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, মালয়েশিয়ায় হাজার হাজার কোটি টাকা দিয়ে ঘর-বাড়ি কিনেছে, সেসব আওয়ামী চোরদের বাংলাদেশে এনে জনতার আদালতে বিচার করা হবে।
প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষদের জিম্মি করে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন বলে অভিযোগ করেন বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, বিদেশিদের সাথে শত্রুতা, বৈরিতা করছে সরকার। নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করুন। এ দেশের মানুষ যদি আপনাকে চায়, আবার ক্ষমতায় আসবেন। আমরা সুযোগ দেবো। কিন্তু, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন।বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের স ালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com