সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ। বুধবার (১৪ জুন) বিকেলে জেলা আ.লীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ আ’লীগ এর সহযোগি সংগঠনের সহস্রাধীক নেতাকর্মী অংশ নেন। এসময় গায়ে রঙ মেখে, পটকা ফাটিয়ে ব্যান্ডপার্টির বাদ্যের তালে তালে নেচে নেচে শহর প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। র‌্যালি শেষে জেলা আ.লীগ কার্যালয়ের সামনে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায় এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী সহ অন্যরা। এ সময় বক্তারা উন্নয়নের কারিগর, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন এবং মন্ত্রীসভায় ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ায় তাঁকে অভিনন্দন ও ঠাকুরগাঁওবাসির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষে একে অপরকে মিষ্টি মুখ করান নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত ১২ জুন মন্ত্রী সভার বৈঠকে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com