বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

রৌমারীতে রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ২০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় সায়দাবাদ খেয়াঘাট বিক্রিবিল মাঠের ভিটা নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খেয়ারচর, লাঠিয়ালডাঙ্গা, চরলাঠিয়ালডাঙ্গা, বকবান্দা, দুবলাবাড়ী, বিক্রিবিলসহ প্রায় ১৫টি গ্রামের শিক্ষক, ছাত্র/ছাত্রী, ব্যাবসায়ী, শ্রমীক, ভ্যানচালক, অটোভ্যান চালকসহ শতশত নিরিহ মানুষ উপস্থিত ছিলেন। তাদের দাবী জরুরীভাবে রাস্তা সংস্কার করে পাকা করন চাই। এ মানববন্ধনে বক্তব্যদেন, মুকুল হোসেন, সুরুজ্জামান, ফজলুল হক, আমিনুল ইসলাম ও তছবিরুল ইসলামসহ অনেকেই। জানা গেছে, রাস্তাটি দীর্ঘদিন ধরে সায়দাবাদ নৌকাঘাট থেকে বিক্রিবিল রাবার ড্যাম্প হয়ে খেওয়ারচর পর্যন্ত বেহাল দশায় পরিণত হয়েছে। অল্প বৃষ্টি হলে রাস্তার উপর পানি জমে যাওয়ায় এবং রাস্তাটি দিয়ে ইটভাটার মাটি ও বিভিন্ন প্রভাবশালি মহলের মালামালবাহী কাকড়া (ট্রাক্টর) গাড়ি চলাচলে যাতায়াত রাস্তাটি খানাখন্দে নষ্ট করে দেওয়ায় চরম সমস্যায় পড়ছে স্কুলের শিশু বাচ্চারা ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, কৃষকদের বিভিন্ন ফসল বাজারে নেয়া, ব্যবসায়ী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া অটোভ্যান চলাচলের মানুষদের। অটোভ্যান চালকরা অটোভ্যান চালাতে না পেরে তারা স্ত্রী সন্তান নিয়ে কষ্টে দিনাতী করছেন প্রতিনিয়ত। এলাকাবাসী প্রতিমন্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনদেরকে বারবার জানিও কোন লাভ হয়নি। তাই বাধ্যহয়ে রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তাগণ বলেন, আমরা প্রতিমন্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান পেয়েছি। কিন্তু রাস্তাঘাট পাইনি। তারা শুধু ভোটের আগে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ভরে দিয়ে ভোট নিয়ে যায়। ভোট পাওয়ার পর ভূলে যায় উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুড়ির কথা। বর্তমান সরকার মানবতার মা, উন্নয়নের রূপকার, তার কাছে আমাদের একটা দাবী, রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে, আগামি নির্বাচনে আপনি আবার নির্বাচিত হবেন এটাই আমাদের প্রত্যাশা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com