‘শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমই’র নেতা মোহাম্মদ নাছিরের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালি পটিয়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে শেষ হয়। র্যালি শেষে বিকাল চারটায় পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাছির বলেন, আজ ঐতিহাসিক ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৫ বছরে। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলনের নামই বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখন্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক’ এ কথা উল্লেখ করে মোহাম্মদ নাছির আরো বলেন,‘বঙ্গবন্ধুর জীবন মানেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। আর বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা এখন সমার্থক। এই উন্নয়নের গতিকে আরো বেগবান ও গতিময় করতে হবে। তবেই বিশ্বের বুকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত একটি দেশে রূপান্তর হবে। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং জনমানুষের আবেগ ও অনুভূতির বিশ্বস্ত ঠিকানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা সেলিম নবী, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সবুজ বড়ুয়া, মাঈনুদ্দিন চৌধুরী, আলহাজ্ব নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন তালুকদার, ছৈয়দ তালূকদার, আবদুল মালেক, অলক বড়ুয়া, মহিলা নেত্রী প্রতীমা চৌধুরী, হাসিনা বেগম, রোকেয়া বেগম, জসিম উদ্দিন, ইউনুছ চৌধুরী, সাইফুল আলম শাপলা,কুতুব উদ্দিন,জসিম উদ্দিন, ইমতিয়াজ সোহেল, যুবলীগ নেতা আরমান উদ্দিন রুমেল, বোরহান উদ্দিন, আবু তাহের, শাহজাহান, এস এম পারভেজ, সাহেদ, জয়নুল, মিজান, রফিক, সাঈদুল আলম, ছাত্রলীগ নেতা ওয়াসিক সাকিব, সিরাজুল ইসলাম বাপ্পী, মুন্না প্রমুখ।