লালমনিরহাট জেলা বিএনপি এখন চাঙা। জেলা বিএনপির অঙ্গ সংঘঠন ছাত্রদল যুবদল সে”্ছা সেবক দলের উদ্দোগে তারুণ্যের সমাবেশ হয়ে গেল বগুড়ায়। সমাবেশ সাফল্য করতে ছিল ব্যাপক প্রচার প্রচারনা। তারুন্যের সমাবেম সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের মাঝে ছিল দারুন উৎসাহ উদ্দীপনা। তারুন্যের সমাবেশ হলেও বিএনপিও বেশ সক্রিও ছিল একর্মসুচী বাস্তবায়নে। তারুন্যের সমাবেশ সফল করতে জেলা বিএনপির কার্যালয় হামার বাড়ীতে প্রতিনিয়ত নেতা কমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তারুন্যের সমাবেশ সফল করতে জেলা বিএনপির কার্যালয় হামার বাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হয়েছে মত বিনিময় সভা। জেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রিয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলোকিত লালমনিরহাটে রুপকার লালমনিরহাটে উন্নয়নের কান্ডারী জেলাবাসীর প্রান পুরুষ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বলিষ্ঠ নেতৃত্বে ও দিক নির্দেশনায় অত্যান্ত সুশৃংখল এবং শক্তিশালী লালমনিরহাট জেলা বিএনপি। আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে সরকার পতনের এক দফা আন্দোলনে হুহুমের অপেক্ষায় এই বাহিনী। আসাদুল হাবিব দুলুর বলিষ্ঠ নেতৃত্বে জেলা বিএনপিকে সুসংগটিত করতে তার সাথে অগ্রনী ভুমিকা পালন করছেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতি বিদ হাফিজুর রহমান বাবলা,যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম মমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জিয়া পরিষদের জয়নুল আবেদীন, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ জিনাত ফেরদৌস রোজী,সেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদক আবু ইয়হিয়া ইউনুস ও সাত্তার, যুবদল সভাপতি সম্পাদক আনিস ও হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সারাক্ষন সগরম জেলা বিএনপি কার্যালয় হামার বাড়ী। সকাল থেকে রাত ১টা পর্যন্ত বিএনপি অঙ্গ সংগঠন ও সাধারন মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপি কার্যালয় হামার বাড়ীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছে প্রতিনিয়ত। কেন্দ্রিয়কমিটির নেতারাও এসে তারুন্যের সমাবেশ সফল করার দিক নির্দেশনা দিয়েছেন হামার বাড়ীতে। মুগ্ধ হয়েছেন নিয়মিত নেতা কর্মীদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা দেখে। মুগ্ধ হয়েছেন আসাদুল হাবিব দুলুর বলিষ্ঠ নেতৃত্বে গড়ে উঠা সুশংখল লালমনিরহাট বিএনপি দেখে। তারুন্যের সমাবেশ সফল করতে জেলা বিএনপির কার্যালয় হামার বাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় কালে জেলা বিএনপির সভাপতি আলোকিত লালমনিরহাটে রুপকার বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তারুন্যের সমাবেশ সম্পর্কে বলেন, ভোট কি জিনিস তরুন প্রজ¥ জানেনা। গত ১৪ বছর এই দেশে তরুন প্রজন্ম ভোট দিতে পারেনি। এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনগনের ভোটধিকার সম্পুর্ন হরন করেছে। দেশের গনতান্ত্রিক অধিকার থেকে সাধারন মানুষ বঞ্চিত। এই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হয়ে গেছে। বগুড়ায় মাঠে তারুন্যের সমাবেশে বক্তব্যে আসাদুল হাবি দুলু বলেন, এই সরকারের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,বাইশ ঘন্টা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই আপনার ছেলে জয় ও মেয়ে পুতুল কোন দেশে থাকে। আমেরিকা তাদের ভিসা বাতিল করেছে তাই আঙ্গুর ফল টক হয়েছে তাই আমেরিকা তাদের এখন আর ভাল লাগেনা, শুধু আমেরিকা নয় সারা বিশ্ব আজ আওয়ামীলীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন,আমি মনে করি উত্তরাঞ্চলের রাজশাহী আমের জন্য বিখ্যাত,আম সবার খুব প্রিয় কিন্তু আম যখন পচে যায় তখন বোটা নরম হয়ে যায় আর তখন হালকা বাতাসে আম পড়ে যায় । সুৎরাং এ অবৈধ সরকার পচে গিয়েছে আমরা হালকা বাতাস দিয়েই এ অবৈধ সরকার কে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব ইনশাইল্লাহ। তিনি বলেন, সরকার নানা কারনে দুর্বল হয়ে পড়েছে সরকারে যিনি প্রধান ক্যাপ্টেন তিনি নিজেই বলেছেন আমাকে আর ক্ষমতায় দেখতে চায়না। সেই দুর্বল ক্যাপ্টেনের সাথে আমরা খেলতে চাইনা। ভাইয়েরা আমার বল পেনাল্টি বক্্ের ঢুকে গেছে শুধু কিক নেওয়ার বাকী আমাদের ক্যাপ্টেন তারেক রহমান এমন কিক দেবে গোল এবার হবেই হবে।