সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

শ্রমজীবীদের জন্য ‘সবচেয়ে খারাপ’ দেশের তালিকায় বাংলাদেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

শ্রমজীবী মানুষের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) বৈশ্বিক অধিকার সূচক ২০২৩-এ এমন তথ্য উঠে এসেছে। গত শুক্রবার (৩০ জুন) বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংস্থা আইটিইউসির ১০ম এই সূচক প্রকাশ করা হয়। বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়ন ফেডারেশন হলো আইটিইউসি। বিশ্বের শ্রমজীবী মানুষের বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে কাজ করে তারা। বিশ্বের ১৪৯টি দেশকে অন্তর্ভুক্ত করে আইটিইউসির এবারের সূচক করা হয়েছে। সূচকে বাংলাদেশের সঙ্গে থাকা আরও নয়টি দেশ হলো বেলারুশ, ইকুয়েডর, মিসর, এসওয়াতিনি, গুয়াতেমালা, মিয়ানমার, তিউনিসিয়া, ফিলিপাইন ও তুরস্ক।
সূচকে বাংলাদেশের অবস্থান ‘অধিকারের নিশ্চয়তা নেই’ শ্রেণিতে পড়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সূচকে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো পশ্চাদমুখী আইন, ইউনিয়ন গঠনে বাধা ও পুলিশি সহিংসতা। আইটিইউসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হচ্ছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অ লে (ইপিজেড) শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন নিষেধ রয়েছে। ইপিজেডে শ্রমিকদের স্বাধীনভাবে অধিকার-সম্পর্কিত মতামত প্রকাশও নিষেধ। প্রতিবেদনে বলা হয়, গার্মেন্টস খাতকে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প। এই খাতে ৪৫ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এখানে ট্রেড ইউনিয়ন গঠনের প্রচেষ্টায় কঠিন বাধা দেওয়া হয়। এখানে ধর্মঘট নির্দয়ভাবে দমন করে শিল্প পুলিশ। কর্তৃপক্ষ কঠোর নিবন্ধনপ্রক্রিয়া চাপিয়ে দিয়ে ইউনিয়ন প্রতিষ্ঠা করতে দেয় না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com