মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
বিশেষ সিএসআর তহবিলের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের বোর্ড সভা  ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭ জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা বৃটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন আপসানা হত্যা-গণহত্যাসহ গুমের অভিযোগে ট্রাইব্যুনালে ৮০টিরও বেশি অভিযোগ ৪ মহানগর ও ৬ জেলায় কমিটি অনুমোদন বিএনপির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন?

আমল নষ্টের তিন কারণ

আবদুল আউওয়াল
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

বান্দার নেক আমল তিন বিষয়ের অভাবে নষ্ট হয়ে যায়। ঈমান, ইখলাস ও সুন্নাহ।
ঈমান : ঈমান বলতে বোঝায়- আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী-রাসূল, তাকদিরের ভালোমন্দ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপনপূর্বক মুখে স্বীকৃতিবাক্য তথা ‘কালেমায়ে শাহাদাহ’ পাঠ করা। শিরক তথা আল্লাহর সাথে কাউকে শরিক না করা। কারণ, ঈমান হলো নেক আমালের মূল ভিত্তি। আল্লাহর কাছে বান্দার ভালো কর্মগুলো পৌঁছার সেতুবন্ধ। ‘পরকালে শুধু অণু পরিমাণ ঈমান দিয়েও অসংখ্য মানুষ জাহান্নাম থেকে নাজাত পাবে’। (তিরমিজি : ২৫৯৩) প্রিয় নবী সা: বলেন, ‘যার শেষ কথা লা ইলাহ ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে’। (আবু দাউদ : ৩১১৮)
কিন্তু ঈমান না থাকলে দুনিয়ার যত নেক আমল সব বৃথা যাবে। ব্যর্থতায় পর্যবসিত হবে। কুরআনের ভাষায় সে হবে কাফের কিংবা মুশরিক। কাফেরের আমল হবে পরকালে মূল্যহীন- ‘নিশ্চয় যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায় তাদের কেউ পৃথিবীভর্তি স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও তা গ্রহণ করা হবে না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।’(সূরা আল ইমরান : ৯১) ‘আর মুশরিকদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না’। (সূরা নিসা : ৪৮) অন্যত্র এসেছে, ‘কেউ ঈমান অমান্য করলে, তার কার্যাদি নিষ্ফল হবে। আর সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’ (সূরা মায়েদা : ৫)
সুতরাং ঈমান অমূল্য সম্পদ। ঈমান ছাড়া আমল বিফলে যাবে।
ইখলাস : ইখলাস বলতে বোঝায়- বিশুদ্ধ নিয়তকে। বান্দা তার প্রকাশ্য-অপ্রকাশ্য সব কথা ও কাজে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। ইরশাদ হয়েছে, ‘তাদেরকে কেবল খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার নির্দেশ দেয়া হয়েছে’। (সূরা আল-বাইয়্যিনাহ : ৫) অন্যত্র ইরশাদ হয়েছে, ‘হে নবী আপনি বলুন, নিশ্চিয় আমার সালাত, আমার কোরবানি ও আমার জীবন-মরণ সবই আল্লাহর জন্য নির্ধারিত। (সূরা আরাফ : ১৬২) সুতরাং বিশুদ্ধ নিয়ত যেকোনো নেক আমলের আগে আবশ্যক। কারণ, সব কাজের প্রতিফল কেবল নিয়তের ওপর নির্ভরশীল- ‘প্রত্যেক ব্যক্তিই নিয়ত অনুসারে তার কাজের প্রতিফল পাবে’। (বুখারি : ১)
সুন্নাহ : সুন্নাহ বলতে বোঝায়- রাসূল সা:-এর আদর্শকে। তাঁর বর্ণিত আদেশ-নিষেধকে। তিনি যে আমল যেভাবে করতে বলেছেন সেভাবেই তা করা। তাঁর নীতি-আদর্শের পরিপন্থী যাবতীয় আইন-কানুন, পথ-মত পরিহার করা। আল্লাহ তায়ালা বলেন, ‘রাসূল তোমাদের যা আদেশ দেন, তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো।’ (সূরা হাশর : ৭)
অন্যত্র বলা হয়েছে, ‘যে রাসূলের আনুগত্য করল, সে যেন আল্লাহরই আনুগত্য করল’। (সূরা নিসা : ৮০) ‘তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে’। (সূরা আহযাব : ২১) রাসূলের আদর্শের পরিপন্থী আমল করলে সেটি হবে বিদআত। বিদআতযুক্ত আমল পরকালে মূল্যহীন হবে।
লেখক : পূর্বজাওয়ার, তাড়াইল, কিশোরগঞ্জ থেকে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com