শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

গঙ্গাচড়ায় এমপি’র উদ্যোগে ৩৬টি সিসি ক্যামেরা স্থাপন বর্তমানে সবক’টি সিসি ক্যামেরা অকেজো

আব্দুল আলীম প্রামানিক (গঙ্গাচড়া) রংপুর
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

রংপুরের গঙ্গাচড়ায় রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীপ হুইপ মসিউর রহমান রাঙ্গা এর উদ্যোগে গঙ্গাচড়া বাজারসহ বিভিন্ন স্থানে ৩৬টি ক্লোজড সার্কিট সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে অপরাধ দমন, চুরি, ছিনতাই, যানজট, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের সুবিধাসহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কোলকোন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রংপুর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও এমপি’র প্রতিনিধি মমিনুর ইসলাম জানান, জাতীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় চীপ হুইপ ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা’র নিজস্ব অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ও বিভিন্ন মোড়ে দুই মেগা পিক্সেলের প্রতিটি মেমোরি কার্ডসহ সৌরশক্তির ব্যবস্থা রয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারী, সচেতন মহল ও অভিজ্ঞ মহল এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলছেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীকে সহজে শনাক্ত করা যাবে। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুলক হক বলেন, বিদ্যালয় চলাকালীন গেটের সামনে কিছু বখাটে ছেলে ভিড় করে এবং বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় শিক্ষার্থীদের চলাচলে বিঘœ ঘটায়। বিদ্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপন করায় বখাটেদের উৎপাত নেই। এজন্য এমপি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। গঙ্গাচড়া দোকান মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ইতিপূর্বে বাজারে কিছু সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। সেগুলো রক্ষণা বেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। মাঝে মধ্যে দোকান চুরি হয়েছে। এবার এমপি মহোদয়ের সহযোগিতায় পুনরায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, রংপুর-১ আসনের জাতীয় সদস্য মসিউর রহমান রাঙ্গা স্যারের উদোগে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজে অপরাধীদেরকে চিহ্নিত করা যাবে। উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া বলেন, এমপি মহোদয় গঙ্গাচড়া জিরো পয়েন্ট বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করায় প্রশসংনীয় উদ্যোগ। এ উদ্যোগ অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। খোঁজ নিয়ে জানা যায়, ৩৬টি সিসি ক্যামেরা অকেজো অবস্থায় পড়ে আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com