রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

যশোরে বাসচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৭

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা বাজারে মাগুরাগামী লোকাল বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদর উপজেলার সুলতানপুরের সাইফুল ইসলামের ছেলে ইজিবাইক চালক ইমরান হোসেন (২৭), তার চাচি আনোয়ারা বেগম (৭০), বাঘারপাড়া থানার যাদবপুর গ্রামের একই পরিবারের সদস্য খাদিজা (৭), রাহেলা (৩২), সোনিয়া (২১), হাসান (১) ও অজ্ঞাত আরও এক যাত্রী। শুক্রবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরাগামী রয়েল কোচ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেবুতলা বাজারে রাস্তার ওপর একটি ইজিবাইককে চাপা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ ৮ যাত্রী বাসের নিচে চাপা পড়ে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই ৬ জন মারা যান। ইজিবাইকের বাকি যাত্রীসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর আরও একজন মারা যান। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার পরপরই যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। রাস্তার উভয়পাশের্^ সৃষ্টি হয় গাড়ির লম্বা লাইন।
প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় রাত সাড়ে ৮টার দিকে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয় বলে যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শুভেন্দু কুমার জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com