শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। গতকাল শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বিএনপি নেতারা অনেক কিছুই বলবেন। আমরা সংবিধান মেনে চলি। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। তার কারণ, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন দেশে জাতির পিতার রেখে যাওয়া সংবিধান মেনেই নির্বাচন হবে।’ এ সময় তিনি ‘সংবিধান অমান্যকারীদের নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করা মনে হয় ঠিক না’ বলেও মন্তব্য করেন।
আইনমন্ত্রী মহানগর প্রভাতী ট্রেনে করে শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। স্টেশনে নেমে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলা হবে।” এ জন্য যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, মন্ত্রী শুক্রবার দিনভর কসবা-আখাউড়ায় পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com