শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

এরশাদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ নেতাকর্মীদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা।এর মধ্যদিয়ে শুরু হয়েছে দলটির সপ্তাহব্যাপী কর্মসূচি।
জাতীয় পার্টির পক্ষে দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি নেতাকর্মীদের নিয়ে গতকাল শুক্রবার (১৪ জুলাই) সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা সাবেক রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজত করেন। দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারি ইছারুহুল্লাহ আসিফ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যান এর উপদেষ্টা নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, লিয়াকত হোসেন চাকলাদার, ক্রিড়া সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, আজাহারুল ইসলাম সরকার, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম শেখ সদস্য আলহাজ্ব শাহজাহান মিয়া, শেখ মো. সরোয়ার, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান হোসেন ভুইয়া রাজু, অ্যাডভোকেট উজ্জ্বল, মো. জাকির হোসেন প্রমুখ। এরপর একে একে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জাতীয় পার্টি মহানগর উত্তর, দক্ষিণ নেতারা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনিস্টিউটে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com