বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহনের উপর সময় আরো এক মাস বৃদ্ধি করা হয়েছে। পূর্বে ১৮ জুলাই মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ ছিল। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ার কারণে হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। গত রোববার বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো জানান, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর তিন মাস মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা দেয়া। তারই আলোকে এবছর গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ১৮ জুলাই মধ্যেরাত পর্যন্ত মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়াসহ বিভিন্ন কারণে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ার হ্রদে মৎস্য আহরণের উপর সে নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া জানান, কাপ্তাই হ্রদে পানির পরিমাণ কম থাকায় হ্রদে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, ১৮ জুলাই মধ্যরাত পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে। হ্রদে মাছের স্বাভাবিক বৃদ্ধি লক্ষ্যে আরো এক মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত লেকে মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com