শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

নাজিরপুরের চর মাহামুদকান্দা আশ্রয়ণ প্রকল্পের ১৬৮ পরিবার বৃষ্টির জলাবদ্ধতায় চরম বিপাকে

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চর-মাহামুদকান্দা আশ্রয়ন প্রকল্পের ১৬৮ পরিবার বৃষ্টির জলাবদ্ধতায় চরম বিপাকে। জানা গেছে উপজেলা সদর হইতে অন্তত ২০ কি. মি. দূরে ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চর-মাহামুদকান্দা মরা বলেশ^র নদীর চরে প্রায় ৪ একর ভূমির উপরে গত ২০২০ সালে ২কোটি ৮৭ লক্ষ টাকায় নির্মিত হয়েছে আশ্রয়ন প্রকল্প যা ১৬৮ টি গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ দেয়া হয়। উক্ত আশ্রয়ন প্রকল্পে আষাঢ়-শ্রাবনের ভারি বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের। তারা ঘর থেকে বের হতে পারছে না এমনকি জলাবদ্ধতায় ঐ সকল পরিবারদের ময়লার ট্যাঙ্কি ডুবে ময়লা ছড়িয়ে পড়ায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা রয়েছে মারাত্মক পানিবাহিত রোগের ঝুঁকিতে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা স্বপ্না বেগম(৪৫), জুলেখা(৬০), প্রতিবন্ধি ভ্যান চালক নুরুল ইসলাম(৪০), রাশিদা বেগম(৪০), সালেক সিকদার(৬৫), চম্পা বেগম(৩০), রুমকি বেগম(২৩), জোসনা বেগম(৩২), তন্বী বেগম(২০) সহ আশ্রয়ন প্রকল্পের অনেক বাসিন্দারা এ প্রতিনিধিকে জানান, আমরা গৃহহীন হওয়ায় সরকার আমাদের জন্য মহৎ উদ্যোগ নিয়েছেন এবং আমাদের আশ্রয় প্রদান করেছেন, কিন্তু যারা আমাদের এই আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তারা কাজে উদাসিন হওয়ায় এখন বর্ষার মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এমনকি আশ্রয়ন প্রকল্পের স্কুলগামী শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে, অনেক শিশু টাইফয়েড জ¦রে আক্রান্ত হয়েছে বলে জানায়। অভিযোগ করেও কোন ফল পাচ্ছি না। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বাসিন্দারা আক্ষেপ করে জানান, মোটা অংকের টাকার বিনিয়ময়ে ঘর বাণিজ্য করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র কিন্তু গৃহহীন রয়ে গেছে এখনও অনেক পরিবার যারা মোটা অংকের টাকা দিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরে উঠতে অক্ষম। এ ব্যপারে আশ্রয়ন প্রকল্প কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব দাস ও ঐ কমিটির সদস্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তারা এ প্রতিনিধিকে জানান, বিষয়টি আমাদের নখদর্পনে আছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাদের নির্দেশনা পেলেই আশ্রয়ন প্রকল্পে বালু ভরাট করে উঁচু করে দেয়া হবে বলে জানান। এছাড়াও বিশ^স্থ সূত্রে জানা গেছে যে, আশ্রয়ন প্রকল্প চিতলমারী থানার সিমান্তে হওয়ায় ঐ এলাকার এক শ্রেণির বখাটে ও মাদক ব্যবসায়ী যুবক ছেলেরা নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় স্থানীয় যুবকের সহায়তায় সন্ধ্যার পরে প্রতিনিয়ত আশ্রয়ন প্রকল্পের ভিতরে প্রবেশ করে মাদক সেবন ও বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com