শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

গৌরীপুরে হুমায়ূনের নামে ক্যান্সার হাসপাতাল চান ভক্তরা

ঝিন্ট দেবনাথ (গৌরীপুর) ময়মনসিংহ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে নন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ভক্তরা। বুধবার দুপুরে ভক্তদের সংগঠন ‘হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’ গৌরীপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন পালন করে এই দাবি জানান। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। মানববন্ধনে বক্তরা বলেন, হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল দেশে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার। কিন্ত উনার মৃত্যুর পর সেই স্বপ্ন চাপা পড়ে যায়। তাই লেখকের স্বপ্ন পূরণে স্বপ্ন পূরণে গৌরীপুরে সরকারি উদ্যোগে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের সহসভাপতি রায়হান উদ্দিন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক পীযুশ রায় গণেশ, সাংগঠনিক সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, সংগীত নিকেতনের পরিচালক আব্দুল হাই, উপজেলা আবৃত্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক, হারুন অর রশিদ, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, আব্দুর রউফ দুদু। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার স্মারকলিপি আমরা সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিবো। এবং ঊর্ধ্বতন বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com