বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
গলাচিপা জাতীয় ইদুঁর নিধন অভিযান র‌্যালি সহ উদ্বোধন জামালপুর জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য স্যানিটেশন উন্নয়ন অগ্রযাত্রায় ৩৫০ কোটি টাকার কাজ দৃশ্যমান লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী বাইট্টা কাশেম আটক কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় কৃষি জমিতে হামলায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন, সংবাদ সম্মেলন হোসেনপুরের যৌতুক লোভী স্বামীর নির্যাতনে অতিষ্ঠ কলেজ ছাত্রী দীপার ভবিষ্যত অনিশ্চিত: ন্যায় বিচার দাবি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় ছেলে ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েও মামলা করতে চাননা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা কেরানীগঞ্জে রতঘরিয়া ইউনিয়নে কর্মীসভা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শাহরিয়ারের নামে পাঠাগার ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরিন

নয়াপল্টনে বিএনপির শোক র‌্যালি

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদে শোক র‌্যালি করেছে দলটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ শোক র‌্যালি করে বিএনপি। শোক র‌্যালি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল দিয়ে ইউটার্ন নিয়ে ফকিরাপুল হয়ে আবার দলটির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোক র‌্যালির পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। এ সময় দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যতই বাধা আসুক, এ দেশের জনগণকে আর থামানো যাবে না। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নেমে এসেছে। এই খুনি সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
তারা আরো বলেন, কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। এরা ভোট চোর, ভোট ডাকাত, ভোট লুণ্ঠনকারী। এরা হিরো আলমের সাথে ভোট করতে ভয় পায়। তাই হামলা চালিয়েছে।
তারা বলেন, এই সরকার যে আর ক্ষমতায় নেই তা জনগণ বুঝতে পারছে, এমনি শেখ হাসিনাও বুঝতে পারছে। বুঝতে পারছে বলেই তারা তাদের ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়ে হামলা চালিয়ে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায়। লক্ষ্মীপুরে আমাদের এক নেতাকে হত্যা করেছে তার ছাত্রলীগের সন্ত্রাসীরা। সজীবের রক্ত বৃথা যাবে না। যেতে পারে না। কোনো শহীদের রক্তই বৃথা যাবে না।
বক্তারা বলেন, এ দেশ জনগণের বাংলাদেশ। এ দেশের প্রতিটি হত্যার বিচার হবে। এ সরকারকে বিদায় নিতেই হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। উল্লেখ্য, লক্ষ্মীপুরে জেলার কৃষকদলের নেতা সজীব হত্যা প্রতিবাদে সারাদেশব্যাপী শোক র‌্যালি করছে বিএনপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com