বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
গলাচিপা জাতীয় ইদুঁর নিধন অভিযান র‌্যালি সহ উদ্বোধন জামালপুর জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য স্যানিটেশন উন্নয়ন অগ্রযাত্রায় ৩৫০ কোটি টাকার কাজ দৃশ্যমান লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী বাইট্টা কাশেম আটক কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় কৃষি জমিতে হামলায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন, সংবাদ সম্মেলন হোসেনপুরের যৌতুক লোভী স্বামীর নির্যাতনে অতিষ্ঠ কলেজ ছাত্রী দীপার ভবিষ্যত অনিশ্চিত: ন্যায় বিচার দাবি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় ছেলে ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েও মামলা করতে চাননা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা কেরানীগঞ্জে রতঘরিয়া ইউনিয়নে কর্মীসভা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শাহরিয়ারের নামে পাঠাগার ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরিন

কানের আকৃতিই বলে দেবে আপনি কেমন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩

কান দেখেও নাকি মানুষ চেনা যায়! মানুষভেদে কানের আকৃতিতেও পার্থক্য দেখা যায়। কারও কান হয়তো আকারে একটু বড় কারও আবার ছোট। কানের আকৃতি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন বলছে কানের আকৃতি নাকি মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন আকৃতির কান কেমন ব্যক্তিত্ব প্রকাশ করে-
বড় কান: যাদের কানের আকৃতি বড়, তারা মূলত শান্ত স্বভাবের হন। তারা অবিচলিতভাবে জীবনের সব ধরনের পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। এ ধরনের ব্যক্তিরা আত্মবিশ্বাসী ও কর্তৃত্বপূর্ণ স্বভাবের হন। তারা সহজে হাল ছেড়ে দেন না বা হতাশ হয়ে পড়েন না। নিজেরাই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন। বড় কানের ব্যক্তিরা ভবিষ্যৎ সম্পর্কেও কম ভাবেন বরং বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকেন।
ছোট কান: ছোট কানের ব্যক্তিরা লাজুক স্বভাবের হন। তারা অন্তর্মুখী। একা, পরিবারের সঙ্গে বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে উপভোগ করেন তারা। তারা সব বিষয়ে কম কথা বলার প্রয়োজন বোধ করেন। শুধু যখন প্রয়োজন হয়, তখনই নিজেকে উপস্থিত করেন। এ ধরনের মানুষেরা সৃজনশীল, পর্যবেক্ষক ও অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করেন। তারা একাকিত্ব ও সামাজিকীকরণের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। তাই বলে তারা অত্যন্ত সামাজিক বা অসামাজিক নন।
সংযুক্ত কানের লোব:যাদের কানের লোব সংযুক্ত তারা আবেগী হন। সহানুভূতিশীল ও বোধগম্য ব্যক্তিত্বের অধিকারী তারা। তবে আবেগ দিয়ে চিন্তা না করে তারা সব বিষয়ে যুক্তি দিয়ে ভাবেন।
নির্দেশিত কান:বিন্দুযুক্ত কান যাদের তারা কল্পনাপ্রবণ হন। তারা অনেক বুদ্ধিমানও হন বটে। এ ধরনের মানুষেরা উচ্চাকাঙ্ক্ষী ও নিজের আবেগ প্রকাশ করতে ভয় পান না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com