বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ইমরান খান হতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এক দিনের জন্য ইমরান খান হতে চান শাহিন শাহ আফ্রিদি। এক সাক্ষাৎকারে পাকিস্তানের ফাস্ট বোলারকে প্রশ্ন করা হয়েছিল, এক দিনের জন্য কারো সাথে জীবন পরিবর্তন হলে কাকে বেছে নেবেন? উত্তরে শাহিন বেছে নিয়েছেন ইমরানকে। ইমরানকে রাজনীতিবিদ বা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেননি শাহিন। বেছে নিয়েছেন সাবেক ক্রিকেটার হিসাবে। ইমরানের নেতৃত্বেই পাকিস্তান প্রথম বার একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯২ সালের সেই জয়ের পর পাকিস্তান আর কখনো এক দিনের বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসাবেই শাহিন বেছে নিয়েছেন ইমরানকে।
আগামী ৫ অক্টোবর শুরু হবে এক দিনের বিশ্বকাপ। ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন বাবর আজমের দল। শাহিন নিজেকে ইমরানের মতো পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে দেখতে চান বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ইমরান শুধু পাকিস্তানের নয়, ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। শাহিন ফাস্ট বোলার। ক্রিকেট মাঠে দু’জনের ভূমিকা দু’রকম। তবে যেকোনো ক্রিকেটারই দেশের জন্য বিশ্বকাপ জিততে চান। শাহিনও ব্যতিক্রম নন। তিনিও চান ইমরানের মতো পাকিস্তানের অধিনায়ক হিসেবে একদিনের বিশ্বকাপ জিততে। সেই সুযোগ আগামী বিশ্বকাপে অবশ্য সাহিন পাবেন না। এখন পাকিস্তানের অধিনায়ক বাবর। বড় কোনো অঘটন না ঘটলে তিনিই বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন। তবে ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হতেই পারে শাহিনের। ইমরান হতে হলে পাকিস্তানের নেতৃত্ব পেতে হবে শাহিনকে। তা হলে কি সেই ইচ্ছার কথা একটু ঘুরিয়ে জানিয়েছেন তিনি। বাবরের পর কি দেশের অধিনায়ক হতে চাইছেন শাহিন? এই প্রশ্নও তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com