ময়মনসিংহের নান্দাইলে প্রয়াত সাংবাদিক কামরুজ্জামান খান গেনুদর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। নান্দাইল উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও কিশোরগঞ্জ পাগলা মসজিদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া উপজেলা প্রেসক্লাব নান্দাইলের উপস্থিত সাংবাদিকদের নিয়ে উপজেলা মডেল মসজিদে জোহর নামাজ আদায়ের পরপরই উক্ত মসজিদ প্রাঙ্গণে আম বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ফলজ বৃক্ষ আম ও কাঁঠালের চারা রোপণ করা হয়। নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: আজিজুর রহমান ভূঁঞা বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুজ্জামান বাবুলের পরিচালনায় বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাশিদ, সহ-সভাপতি খায়ছারুল আলম ফকির, যুগ্ন সম্পাদক-আশরাফুল আলম জালাল, জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্র প্রতিনিধি আল-আমিন কাজল, সাহিত্য সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক কবি কামরুল হাসান জুয়েল, নির্বাহী সদস্য- কাজী মহিবুল হোসেন শাকিল, রকিবুল করিম ভূঁঞা আরিফ, তৌফিক আহমেদ নবীন, প্রেসক্লাবের সম্মানিত সদস্য- নাঈমুল গণি ভূইয়া পলাশ, শওকত হাসান, দেলোয়ার হোসেন প্রমূখ। বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে উপজেলা প্রেসক্লাব নান্দাইল এর নির্বাহী সদস্য কাজী মহিবুল হোসেন শাকিল নিজ বাসগৃহে সকলের জন্য বিশেষ ভোজন পরিবেশন করেন।