বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

কেশবপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩১ জুলাই বিকালে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আগরহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ ০৭-০১ গোলে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশকে পাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে পরচক্রা হাড়িয়াঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশ ৩-১ গোলে মধ্যকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোাষ মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম প্রমুখ। অনুষ্ঠানের ধারা বর্ননায় ছিলেন ধারাভাস্যকর মহিরউদ্দীন মাহী। খেলা প্ররিচালনা করেন প্রথম শ্রেনীর রেফারী আতিয়ার রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com