ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে র্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধন কাজ শুরু করেছে মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামুলক র্যালী। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড, পৌর মার্কেট, শহীদ স্মরনী সড়ক ঘুরে জেলা হাসপাতাল চত্তরে শেষ হয়। র্যালীতে ৩৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট শিরিন সুলতানার নেতৃত্বে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রশিক্ষক শেখ মাজরুল ইসলামসহ ব্যাটালিয়ন ও জেলা কার্যালয়ের বিভিন্ন পদবীর ব্যাটলিয়ন আনসার সদস্য, সাধারন আনসারসহ ভিডিপি সদস্যরা অংশ নেয়। এসময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়। পাশাপাশি পথচারিদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। পরে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্তর, সিভিল সার্জন কার্যালয় ও নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গনের আশপাশে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হয়। জেলা কমান্ড্যান্ট শিরিন সুলতানা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করি, এডিস মশা প্রতিরোধ করি’ এই শ্লোগানে ডেঙ্গু প্রতিরোধে জেলা ও উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম নেয়া হয়েছে। জেলা ও প্রতিটি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপুর্ন স্থানে লিফলেট বিতরণ ও ডেঙ্গু সচেতনতায় মাইকিং ও প্রচার প্রচারণা করা হচ্ছে।