রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

সংঘাত নয় প্রয়োজন সংলাপ

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবীতে রাজধানীসহ সারা দেশে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বে ৩৫ দল, জামায়াতে ইসলামী ও অন্যান্য ছোট-বড় রাজনৈতিক দল। বিভিন্ন কর্মসূচি পালনকালে পুলিশ ও ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ি-মাতুয়াইলসহ অন্য কয়েকটি জায়গায় সহিংস ঘটনা ঘটেছে। সারা দেশেই কমবেশি সংঘর্ষের ঘটনা ঘটছে। বিরোধী দলের নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করছে। সর্বশেষ খবর অনুযায়ী, রাজধানীর ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় বিএনপির সাংগঠনিক স¤পাদক আব্দুস সালাম আজাদ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৩০০/৪০০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিপুণ রায়সহ ১৯ জনকে পলাতক দেখানো হয়েছে। সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। বিএনপি’র এ কর্মসূচি ও সংঘর্ষের ঘটনায় বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনে প্রচার হয়েছে।
গত ২৮ জুলাই বিএনপি নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশের আয়োজন করে। একই দিন আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠনও সমাবেশের আয়োজন করে। প্রায় এক-দেড় কিলোমিটারের ব্যবধানে দুটি সমাবেশকে ঘিরে নানা শঙ্কা থাকলেও উভয় দলের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিরীহ অসুস্থ মাদরাসা ছাত্র নিহত হয়েছে। যা দুঃখজনক। তবে দুই দলের মধ্যে সংঘাত না হওয়ায় রাজনৈতিক অঙ্গণে কিছুটা স্বস্তি দেখা দেয়। তবে পরের দিন বিএনপি’র পরবর্তী অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। এ নিয়ে পুলিশ এবং বিএনপি ও আওয়ামী লীগকে চিরায়ত পারস্পরিক দোষারোপ করতে দেখা যায়। বিএনপি বলেছে, তার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিপেটা করেছে। ধোলাইখালে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সড়কে ফেলে পুলিশের লাঠিপেটা করার ভিডিও এবং তাকে পুলিশ হেফাজতে নেয়ার চিত্র বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমিন বাজারে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সাথে পুলিশের বাগবিতন্ডা করতে দেখা যায় এবং এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়লে তাকে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। পুলিশ উভয় নেতাকে গ্রেফতার না দেখিয়ে ছেড়ে দেয়। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, বিরোধীদলের কর্মসূচি পালনে পুলিশকে আগে যেরকম আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেত, এবার সেরকম দেখা যায়নি। কর্মসূচির শুরুতে মারমুখী দেখা গেলেও পরবর্তীতে পুলিশ সংযমী ভূমিকায় অবতীর্ণ হয়। তবে পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের লোকজনের বাড়াবাড়ি এবং আক্রমণাত্মক ভূমিকা দৃষ্টিকটু ছিল। বিরোধীদল তার রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে পালন করবে এবং তাতে কোনো ধরনের বাধা না দেয়া ক্ষমতাসীন দল ও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রের পুলিশ ও প্রশাসনের কাছ থেকে এ ধরনের আচরণই কাম্য। তারা কোনো দলের হয়ে কিংবা দলীয় বাহিনীর মতো আচরণ করবে না, এটাই স্বাভাবিক প্রত্যাশা। বিরোধীদলের কর্মসূচি পালনকালে কোনো ধরনের সংঘাত ও সংঘর্ষ যাতে না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, তার জন্য আগে থেকেই পুলিশকে যথাযথ পদক্ষেপ গ্রহণ, সতর্কতা অবলম্বন এবং সংযমের পরিচয় দিতে হয়। উন্নত বিশ্বের দেশগুলোতেও বিরোধীদলের কর্মসূচির ক্ষেত্রে পুলিশ পারত পক্ষে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় না। বিরোধীদলেরও গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক কর্মসূচি পালনে শৃঙ্খলা বজায় রাখতে দেখা যায়। সেখানে পারস্পরিক দোষারোপ করতে দেখা যায় না।
বিএনপি’র কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা দেয়া ও সংঘর্ষ নিয়ে অন্যান্য বিরোধীদলগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বলার অপেক্ষা রাখে না, আসন্ন নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিরোধীদলগুলো তাদের দাবী আদায়ে আরও সোচ্চার হয়ে উঠবে। আন্দোলনের তীব্রতা বাড়াবে এবং সংঘাত ও সংঘর্ষ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে। এ নিয়ে সাধারণ মানুষের মনে যথেষ্ট উদ্বেগ বিরাজ করা স্বাভাবিক। এমনিতেই সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে অর্থনৈতিক সংকটে চরম দুর্বিপাকে রয়েছে। তাদের ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্থার মধ্য দিয়ে দিন কাটছে। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ও সংঘাতপূর্ণ হয়ে উঠলে তাদের দুর্দশার অন্ত থাকবে না। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তীব্র হয়ে উঠলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে, তা আন্দাজ করতে কষ্ট হয় না। এ প্রেক্ষিতে, রাজনৈতিক সমঝোতা জরুরি। এই সমঝোতার দায়িত্ব সরকারের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারকে এ ব্যাপারে সদিচ্ছার পরিচয় দিতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকট কাটাতে ও সংঘাতময় পরিস্থিতি এড়াতে সব মহলের কাছে গ্রহণযোগ্য সমঝোতার বিকল্প নেই। আমরা মনে করি আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের ভূমিকাই প্রধান। তাদেরকেই বিরোধী দলগুলোকে সাথে নিযে সমাধানের পথ বের করতে হবে। তাই সংঘাত নয় প্রযোজন সংলাপ ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com