রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

কবে বিয়ে করছেন বাবর আজম?

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

কবে বিয়ে করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম- এই প্রশ্নের উত্তর মিলল অবশেষে। জানা গেছে- অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপের পরপরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিশ্বসেরা এ ব্যাটার।
গত মঙ্গলবার তার ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত হয়ে এমন তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি। ডিসেম্বরে বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। এর আগেই বাবরের বিয়ে সম্পন্ন করতে চায় তার পরিবার। পাত্রী সম্পর্কে বাবরের খালাতো বোন। গত বছরই তাদের বিয়ে করার সম্ভাবনা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি।
পাকিস্তান অধিনায়কের বিয়ের ব্যাপারে অবগত আছেন তার সতীর্থরা। বাবরের আগে এই বছর বিয়ে করেছেন- শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান ও শান মাসুদ। এরপরই বাবরের বিয়ে নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়। অবশেষে বিয়ে করতে যাচ্ছেন বাবর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com