শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::

আগামী বছর এইচএসসি এপ্রিলে, এসএসসি ফেব্রুয়ারিতে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী বছর আমাদের চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে এপ্রিলে এবং এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নিয়ে আসা। এ বছর ওই চেষ্টাই ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি।’
গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, ‘করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই থেকে তিন বছর আমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি।’ এবার প্রশ্নফাঁসের ঝুঁকি নেই দাবি করে তিনি বলেন, ‘সব কেন্দ্রে সবাইকে সতর্ক থাকতে হবে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দেশের কোনো পাবলিক পরীক্ষায় গত পাঁচ বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। যা ছড়িয়েছে সেগুলো সবই সামাজিক যোগাযোগমাধ্যমে। এগুলোর সবই গুজব।’
তিনি আরো বলেন, ‘২০১৫ সালের পর থেকে আমরা প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকেছি। এ জন্য কোনো প্রশ্নফাঁসের ঘটনাও ঘটেনি। আশা করি এবারের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে ব্যবস্থা নেবে।’
দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com